মঙ্গলবার (১৬ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে এ প্রকৌশলী বলেন, ১৬ জুলাই সকাল ১০টায় বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয় দিয়ে কলকাতা থেকে (ফোন নং +৯১৮০১৭৮২২৭২৫) ফোন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদের কাছে চাঁদা দাবি করেন।
বিবৃতিতে হুমকিদাতা সন্ত্রাসীকে গ্রেফতারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ওই সন্ত্রাসীকে চিহ্নিত করা সম্ভব। বিভিন্ন সময়ে সুব্রত বাইন ও অন্য চিহ্নিত সন্ত্রাসীদের নাম ব্যবহার করে অনেকের কাছে চাঁদা চাওয়া ও হুমকির খবর আমরা জানলেও এ চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা বেপরোয়া হয়ে অধ্যাপক আনু মুহাম্মদের কাছে চাঁদা চাওয়ার সাহস দেখাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
আরকেআর/এইচএডি