মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার চৈথারকান্দা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। শাহ আলম আড়াইহাজার উপজেলার মারওয়ার্দী গ্রামের আম্বর আলীর ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে স্বামী শাহ আলমকে ফোন করে তার স্ত্রী সুমী আক্তার শ্বশুর বাড়ি আসতে বলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আলমকে শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যার পর পালিয়েছে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান ওসি নজরুল।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
আরআইএস/