ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

জাতীয়

ক্যামিকেল-রং দিয়েই ফলের জুস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
ক্যামিকেল-রং দিয়েই ফলের জুস! বিভিন্ন ধরনের ক্যামিকেল এবং রং ব্যবহার করেই তৈরি করা হচ্ছিল জুস

ঢাকা: শিশুখাদ্য ফলের জুস তৈরি করে বাজারজাত করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। তবে সেই ফলের জুসে কোনো ধরনের ফলের উপস্থিতি নেই। শুধুমাত্র বিভিন্ন ধরনের ক্যামিকেল এবং রং ব্যবহার করেই তৈরি করা হচ্ছিল সেসব জুস।

বুধবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লায় দুইটি কারখানায় ভেজাল জুস ও ওষুধ তৈরির দায়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, কারখানায় জুসসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।

কিন্তু ফলের জুসে কোনো ধরনের ফল ব্যবহার করা হতো না। শুধুমাত্র ক্ষতিকর রাসায়নিক ও রং ব্যবহার করে জুস তৈরি করা হচ্ছিল। এছাড়া সাদা প্রাকৃতিক মটরশুঁটিকে ক্ষতিকর রং দিয়ে করা সবুজ করে প্যাকেটজাত করা হচ্ছিল।

ভেজাল শিশুখাদ্য এবং মান নিয়ন্ত্রণ ছাড়া ওষুধ তৈরি করার দায়ে ফতুল্লার ২টি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।