বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গাজীপুর উন্নয়ন পরিষদের আয়োজনে ‘আধুনিক গাজীপুরের উন্নয়নের চ্যালেঞ্জ ও করণীয়: জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গাজীপুরের যানজট সমস্যা স্থানীয় সমস্যা নয় বরং এটি একটি জাতীয় সমস্যা।
এ সময় গাজীপুরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মোজাম্মেল হক বলেন, বনভূমি রক্ষা, বর্জ্য নিঃসারণ এবং নদী রক্ষায় সরকার বিভিন্নভাবে গাজীপুরের জন্য কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সরকার পরিকল্পনা নিয়ে ৮ হাজার কোটি টাকার প্রকল্প পাস করেছে। এখন শুধু সিটি করপোরেশনের উদ্যোগে কাজগুলো করতে হবে।
সিটি করপোরেশন ও গাজীপুরের স্থানীয় হাসপাতালগুলোতে জনবলের অভাব থাকার কথা উল্লেখ করে সেগুলো আগামী এক বছরের মধ্যে নিরসন করা হবে বলেও এ সময় জানান মন্ত্রী।
ঢাকার প্রধান চারটি নদীতে বর্জ্য না ফেলার জন্য শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়ে মোজাম্মেল হক বলেন, নদী রক্ষায় সরকার শক্ত অবস্থানে রয়েছে। নদীর নাব্যতা রক্ষায় কেবিনেটে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের কাজ চলছে। আপনারা দেখেছেন, নদীর পাশের বসতি উচ্ছেদ করতে গিয়ে ম্যাজিস্ট্রেটদের লাঞ্ছনার মুখে পড়তে হয়েছে। তবুও ঢাকার প্রধান চারটি নদীসহ দেশের অন্য নদীগুলো রক্ষায় সরকার বদ্ধপরিকর।
গাজীপুরে উন্নয়ন বিষয়ক এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লায়ন মো. গণি মিয়া বাবুল। এ সময় গাজীপুরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এইচএমএস/আরবি/