বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ প্রকল্পের আওতায় প্রতিবছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
প্রকল্পের আওতায় এ বছরও ১০০ জন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেওয়া হবে।
এ বিষয়ক একটি বিজ্ঞাপন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.molwa.gov.bd) দেওয়া হয়েছে। আবেদনকারীদের বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
টিআর/এসএ