আটকরা হলেন- আনিস ওরফে বাবু (২৪), তানজিলা (২০) ও মুনিড়ব বেগম (৩৫)।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে র্যাব-৪’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বুধবার (১৭ জুলাই) রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে পল্লবী থানার মিরপুর-১২ এলাকার ৩নম্বর রোডের ২২নম্বর বাড়ি থেকে এক নারীকে উদ্ধার ও মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ভিকটিম আসামি তানজিলার পূর্ব পরিচিত। উন্নত জীবন-যাপনের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে দিনাজপুর থেকে ঢাকায় আসতে বলে তানজিলা। তার কথামত ঢাকায় এসে ভিকটিমকে অপর আসামি মুনিড়ব বেগমের সহায়তায় মিরপুর-১২ নম্বরের ওই বাড়িতে আটদিন আটকে রাখা হয়। সেখান থেকে ভিকটিমকে ভারতে পাচারের পরিকল্পনা ছিলো।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমএমআই/ওএইচ/