ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
কালিহাতীতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার চর দুর্গাপুর গ্রামের এ ঘটনা ঘটে।  

নিহতরা হলো- ওই গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে লিনা (১২) ও তানজিলা (১০)।

 

স্থানীয়রা জানান, নিহতদের বাড়ির কাছে রাস্তাটি বন্যার পানিতে ডুবে গেছে। দুপুরের দিকে লিনা ও তানজিলা দুই বোন ওই রাস্তা দিয়ে দোকানে যাচ্ছিল। পথে পানির প্রচণ্ড স্রোতের টানে রাস্তা থেকে পার্শ্ববর্তী খাদে পড়ে তুলিয়ে যায় তারা। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হযরত আলী তালুকদার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।