বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার চর দুর্গাপুর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের আবু সাইদ মিয়ার মেয়ে লিনা (১২) ও তানজিলা (১০)।
স্থানীয়রা জানান, নিহতদের বাড়ির কাছে রাস্তাটি বন্যার পানিতে ডুবে গেছে। দুপুরের দিকে লিনা ও তানজিলা দুই বোন ওই রাস্তা দিয়ে দোকানে যাচ্ছিল। পথে পানির প্রচণ্ড স্রোতের টানে রাস্তা থেকে পার্শ্ববর্তী খাদে পড়ে তুলিয়ে যায় তারা। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হযরত আলী তালুকদার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসআরএস