বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডস্থ বরিশাল স্ট্রিট বাইকার্স গ্রুপের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল স্ট্রিট বাইকার্স সদস্য ওয়াহেদ রাব্বীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিমথি অধিকারী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোহেল রানা প্রমুখ।
বক্তারা সার্জেন্ট কিবরিয়াকে চাপা দেওয়া স্থানে শহীদ সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্স নির্মাণ, কিবরিয়া হত্যা মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া, অভিযুক্ত কাভার্ড ভ্যানের হেলপারের সম্পৃক্ততা থাকলে তাকেও আইনের আওতায় আনা এবং বরিশালসহ অন্যান্য মেট্রোপলিটন এলাকায় গাড়ির নির্দিষ্ট গতিসীমা করে দেওয়ার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমএস/এএটি