ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী দেখতে শিক্ষার্থীদের ভিড়। ছবি: বাংলানিউজ
বরিশাল: প্রজন্মকে ও শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগ্রত করতে বরিশালে শুরু হয়েছে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বরিশালের শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৫শ শিক্ষার্থীদের মধ্যে আলোকচিত্র ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা পলি ঘোষ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে প্রথমেই বরিশাল থেকে দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে।
বরিশাল জেলার ৮ উপজেলার ২০ শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থীদের মধ্যে ধারাবাহিকভাবে কর্মসূচির প্রদর্শনী হবে। এটি চলবে আগামী একমাস পর্যন্ত। এর সঙ্গে শিক্ষার্থীরা তাদের প্রতিবেশী ও স্বজনদের কাছ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি লিখে জাদুঘরের কাছে জমা দেবে ও বই আকারে তা প্রকাশিত হবে।
মুক্তিযুদ্ধের স্মৃতি সবার মধ্যে জীবন্ত রাখতেই এই কর্মসূচি বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হারুনর রশিদ, মুক্তিযুদ্ধ গবেষক, সাংবাদিক সুশান্ত ঘোষ ও জাদুঘরের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমএস/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।