বিসিএস প্রশাসন ক্যাডারের গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা জামাল উদ্দিনকে সচিব পদমর্যাদায় চুক্তিতে এক বছরের জন্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৮ জুলাই) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চাকরির মেয়াদ শেষে জামাল উদ্দিনের আগামী ২০ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা।
আগামী ২১ জুলাই বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে উল্লেখ করে আদেশে বলা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব থাকাকালে ২০১৭ সালের ২৯ জুন জামাল উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এমআইএইচ/এএ