ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
ঘাটাইলে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক বজ্রপাতে মো. শাহাদত হোসেন (৩৫) ও মো. রনি মিয়া (২০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে  উপজেলার নবরত্ন গ্রামে ও মধ্যকন্যা গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- নবরত্ন গ্রামের আব্দুল সালামের ছেলে শাহাদত ও মধ্যকন্যা গ্রামের আবু হানিফের ছেলে রনি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বাংলানিউজকে বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে কাজ করছিলেন শাহাদত। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে, বৃষ্টিতে ভেজার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান রনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।