ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
বান্দরবানে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ছাত্রলীগ নেতা নুরুল কবিরের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ আগষ্ট) রাতে উপজেলার দোছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শীলঘাট ফুট্টাঝিরিকুম এলাকার জলাশয়ে ভাসমান অবস্থায় নুরুলের মরদেহ উদ্ধার করা হয়। সে শীলঘাট এলাকার হাকিম শরীফের ছেলে ও স্থানীয় ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মেম্বার জানান, বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বঁড়শি দিয়ে মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি নুরুল। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। শেষমেশ শুক্রবার রাতে ফুট্টাঝিরিকুম এলাকার জলাশয় থেকে ভাসমান অবস্থায় নুরুলের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।  

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার ব্যাপারে নিশ্চিত করছেন। নুরুলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।