শনিবার (১০ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত তিনজন হলেন- জামাল গাজী (৫০), তার স্ত্রী জয়নব বেগম (৪৫) ও নাতি সাদিয়া আক্তার (৭)।
আহত জামালের ভাই শফিক গাজী বাংলানিউজকে জানান, তারা জুরাইনের কমিশনার রোডে থাকে। গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। এদিন ভোরে ঈদ উপলক্ষে তারা গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা বের হয়। জুরাইন থেকে রিকশাযোগে ধোলাইপাড় বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ডেলটা হাসপাতালের সামনে একটি বালু বোঝাই ট্রাক তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা চারজন আহত হয়। পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানায়, সড়ক দুর্ঘটনায় আবু বক্কর নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া ওই শিশুর নানা জামাল গাজী, তার স্ত্রী জয়নব বেগম ও নাতি সাদিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে জয়নবের অবস্থা গুরুতর।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ধোলাইপাড়স্থ ডেলটা হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় পরপরই ট্রাকসহ ঘাতক চালক পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এজেডএস/এসএ/