ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ঈদের প্রধান জামাত ৮ টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
না’গঞ্জে ঈদের প্রধান জামাত ৮ টায়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঈদুল আজহা উপলক্ষ্যে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে নামাজ আদায় করবেন প্রায় লাখো মানুষ।

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ও ঈদগাহ সংলগ্ন সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে একত্রিত করে এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে লাখো মানুষ নামাজ আদায় করবে বলে আশা করা হচ্ছে।



শনিবার (১০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহ বাংলানিউজকে জানান, সকাল ৮টায় ঈদের জামাত কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। যেহেতু এটি বৃহত্তর জামাত তাই একটি জামাতই অনুষ্ঠিত হবে। তবে যদি দ্বিতীয় জামাত পড়ার মতো মুসুল্লিরা থাকেন তাহলে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।