শুক্রবার (১০ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের করমজাতলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহত ডাকাত সর্দার চান মিয়া হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ ডাকাতিসহ অন্তত ৩০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে চান মিয়া তার দলবল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে চান মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
এসময় একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরএ