ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

অ্যারোসল স্প্রে করে ঢাকা ছাড়ছে বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
অ্যারোসল স্প্রে করে ঢাকা ছাড়ছে বাস

গাবতলী বাস টার্মিনাল থেকে: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ  ছড়িয়ে পড়ার কারণে সম্প্রতি সরকারের পক্ষ থেকে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

এ অবস্থায় এডিস মশা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের নিদের্শ দেন- ঢাকার বিভিন্ন টার্মিনাল থেকে দূরপাল্লার উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে বাসে যেন মশক নিধনের অ্যারোসল স্প্রে করা হয়।  

কিন্তু প্রথমে নির্দেশনা না মানলেও, এখন উত্তর-পূর্বাঞ্চলগামী বিভিন্ন জেলার বাসগুলোতে অ্যারোসল স্প্রে করা হচ্ছে।

এ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরাও।

শনিবার (১০ আগস্ট) সকালে থেকে দুপুর পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।  

সরেজমিনে দেখা যায়, সকালে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাসে মশকনিধনে অ্যারোসল স্প্রে করছেন  বাসের সুপারভাইজার মনির হোসেন। এ সময় গাড়ির বিভিন্ন কোনায়ও পরিষ্কার করতে দেখা যায় তাকে।  

বাংলানিউজকে তিনি বলেন, আমরা বাস ছাড়ার ১৫ মিনিট আগে স্প্রে করছি। মন্ত্রীর দেওয়া নির্দেশ আমরা পালন করছি। যাতে বাড়ি ফেরা মানুষ বাসের মধ্যে এডিস মশার কামড় না খান।  

মো. রবিউল রাজধানীর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনিও পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছেন।  

বাসে ওঠার আগে বাংলানিউজকে রবিউল বলেন, আমরা গাড়িতে ওঠার ১৫ আগে অ্যারোসল স্প্রে করা হয়েছে। আমরা অনেকটা সেভ মনে করছি। স্বস্তি অনুভব করছি।  

হানিফ পরিবহনের ঢাকা-বরিশাল রুটের ম্যানেজার কুরবান আলী বুলু জানান, যাত্রীদের স্বাস্থ্যের বিষয়টি চিন্তা করেই বাস ছাড়ার ১০-১৫ মিনিট আগে অ্যারোসল স্প্রে করা হচ্ছে। এতে গাড়িতে কোনো মশা কিংবা ক্ষতিকর কিছু থাকার সুযোগ নেই।  


তিনি বলেন, ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা সৃষ্টির বিষয়টি আমরা আরো বেশি গুরুত্ব দেখছি। তাই ঢাকা থেকে যাওয়ার সময় এবং গন্তব্য থেকে ফেরার সময়ও অ্যারোসল স্প্রে করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এমএমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।