তবে ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবহন সংকট। তাদের অভিযোগ ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থেকেও পরিবহন পাওয়া যাচ্ছে না।
শনিবার (১০ আগস্ট) দুপুরে যানবাহন সংকটের কারণে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে কোথাও যানজট চোখে পড়েনি।
পরিবহন চালকেরা জানায়, অনেক যাত্রী বাড়ি চলে গেছে। সড়কে এখন গাড়ির চাপ কম। খুব তাড়াতাড়ি নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। তবে যাত্রীরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও পরিবহন পাওয়া যাচ্ছে না। দুই একটা গাড়ি পেলেও বেশি ভাড়া দিতে হচ্ছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, গত দুইদিনে পোশাক শ্রমিকসহ ৬০ শতাংশ মানুষ বাড়ি চলে গেছে। আজ কয়েকটি পোশাক কারখানার ছুটি হয়েছে। বিকেলে কিছুটা চাপ পড়তে পারে। পরিবহনের কিছুটা সংকট দেখা গেছে। তবে এখন সব কয়টি মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রয়েছে। আমরা যানজটের ব্যাপারে বাড়তি ব্যবস্থা নিয়েছি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এনটি