শনিবার (১০ আগস্ট) দুপুরে ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ স্লোগানে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র্যালিতে পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে, কুড়িগ্রাম পুলিশ লাইন থেকে ফকার মেশিন দিয়ে এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এ সময় ফকার মেশিন দিয়ে ডোবা, ডাস্টবিনসহ অপরিচ্ছন্ন জায়গায় এডিস মশা নিধন অভিযান পরিচালনা করা হয়।
র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল কুমার রায়, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুজ্জামান রাকিব, সম্পাদক রকিবুজ্জামান রনি ও কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রমুখ।
সমাবেশে জনতার প্রতি আহবান জানিয়ে এসপি মহিবুল বলেন, সবাই ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন। প্রত্যেকের বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব পরিষ্কার রাখুন। প্রতিনিয়ত খেয়াল রাখবেন এসব জায়গায় যেন পানি জমতে না পারে। কারো এলাকায় মশার উপদ্রব বাড়লে পুলিশকে অবহিত করুন। আমরা সবার সহযোগিতা কামনা করছি। মশার উপদ্রব শেষ না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এফইএস/আরআইএস/