শনিবার (১০ আগস্ট) বিকেল থেকে মহাসড়কের কোনাবাড়ী সীমান্ত বাজার থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট। পাঁচলিয়া বাজার এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যানবাহন।
স্থানীয়রা জানান, সকাল ৯টার পর থেকে মহাসড়কের দুটি লেনে তীব্র যানজট শুরু হয়। বেলা ১২টার পর থেকে যানজট কিছুটা কমতে থাকে। এরপর আবারও বিকেল পৌনে তিনটা থেকে ফের শুরু হয় যানজট।
সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক মো. হাবিবুন্নবী বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় গাড়ির চাপ থাকলেও নেই যানজট। তবে ধীরগতিতে চলাচল করছে গাড়িগুলো। কোনাবাড়ী সীমান্ত বাজার থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ঢাকা-উত্তরবঙ্গমুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
** সিরাজগঞ্জের মহাসড়ক: কখনো ধীরগতি, কখনো যানজট
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসআরএস