ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

টাঙ্গাইল: অতিরিক্ত গাড়ির চাপ ও পশুবাহী ট্রাকের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে নাকাল হয়ে পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গগামী ঘরমুখো সাধারণ মানুষ। তবে ঢাকামুখী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে টাঙ্গাইল অংশে ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হলেও বিকেল ৫টার পর থেকে যানজট কমতে শুরু করে এবং ৬৫ কিলোমিটার মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, মহাসড়কের উত্তর ও দক্ষিণবঙ্গগামী লেন অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় গাড়িগুলো ধীরগতিতে চলছে।

তবে কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।  এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে নারী ও শিশুরা। একদিকে যানজট অন্যদিকে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা।

>>>আরও পড়ুন...টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিমি যানজট

কয়েকজন বাস চালক বাংলানিউজকে জানান, এলেঙ্গা পর্যন্ত চার লেনের সুবিধা ভোগ করতে পারলেও এলেঙ্গার পর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনে গাড়ি চালাতে হয়। ঈদে এ মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুনেরও বেশি বেড়ে যায়। এছাড়া এলেঙ্গায় রাস্তার অবস্থা বেহাল, এরপর জামালপুর ও ময়মনসিংহের আঞ্চলিক মহাসড়কের যানবাহনগুলো লিংরোড দিয়ে প্রবেশের সময় যানজটের সৃষ্টি হচ্ছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জের হটিকমরুল ও নলকা সেতুতে গাড়ি ঠিকমত টানতে না পারায় বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা ছয় বারে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়। এ কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে টাঙ্গাইল অংশে যানজটের সৃষ্টি হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।