শনিবার (১০ আগস্ট) বিকেলে বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
উদ্ধার দু’জন হলেন- ওই উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের চর হালকা হাওড়াবাড়ী গ্রামেফজলুল হকের স্ত্রী কাঞ্চন বালা (৪৫) ও শকমল আলীর স্ত্রী আকঁন বিবি (৬০)।
এর আগে শুক্রবার (৯ আগস্ট) প্রজাপতি চর যমুনা নদী থেকে রেজিয়া বেগম (৪০) এবং দুলাল হোসেন (৩০) নামে দু’জনকে উদ্ধার করে স্থানীয়রা।
ওসি মিজানুর রহমান জানান, দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রজাপতি চরে যমুনা নদীর পাড় থেকে ভাসমান মরদেহ দু’টি উদ্ধার করে স্থানীয়রা।
নৌকাডুবিতে ৩০ জন যাত্রীর মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং নারী-শিশুসহ নিখোঁজ থাকেন ছয়জন। গত দুইদিনে চার জনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।
বুধবার (৭ আগস্ট) রাতে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে চর হালকা হাওরাবাড়ীর দুস্থ মানুষজন ভিজিএফের চাল উত্তোলন করে ফেরার পথে টিনেরচর এলাকায় ৩০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে।
** জামালপুরে নৌকাডুবি: নারী-শিশুসহ এখনো নিখোঁজ ৬
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসআরএস