শনিবার (১০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত নতুন করে আরও ৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ২৭ জন এ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, গত ২০ দিনে ৭১ জন ডেঙ্গু রোগী সনাক্ত করে চিকিৎসা সেবা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদের কারণে এ চাপ আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
কুড়িগ্রাম আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাহীনুর রহমান সরদার বাংলানিউজকে বলেন, এক শিশুসহ বর্তমানে ২৭ জন রোগী ভর্তি আছে হাসপাতালে। ইতোমধ্যে ৩১ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ হাসপাতালে এ পর্যন্ত ৭১ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা সতর্ক আছি। কেননা ঈদে ঘরমুখো মানুষের চাপে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের কাছে ডেঙ্গু পরীক্ষার কিট আছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিট পাঠানো হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সাপোর্ট রয়েছে ডেঙ্গু রোগের চিকিৎসার। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যবিভাগসহ বিভিন্ন দপ্তর ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। আতংকিত না হয়ে সচেতন হলেই এ রোগ নিরাময় ও প্রতিরোধ সম্ভব।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এফইএস/এইচএডি