ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে

বাগেরহাট: বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মসজিদটিতে প্রত্যেক ঈদে তিনটি জামাত অনুষ্ঠিত হলেও এবছর অনুষ্ঠিত হবে দু’টি। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়। তবে প্রয়োজনে তৃতীয় জামাত অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতের মুসল্লিদের নিশ্ছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।

এবার ঈদে কাড়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাড়ে ৭টায়, আলী মাদরাসা, বাগেরহাট পুরাতন কোর্ট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, খারদ্বার জামে মসজিদ, সোনাতলা জামে মসজিদ, পিসি কলেজ জামে মসজিদে ৭টা ৩৫ মিনিটে, ৭টা ৪০ মিনিটে খানজাহানিয়া বাইতুল ফালহা জামে মসজিদ, মিঠাপুকুর পাড় জামে মসজিদ, সরুই হাজি আরিফ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

 

এছাড়া বাগেরহাট কালেক্টরেট জামে মসজিদ (নতুন কোর্ট), সড়ক ও জনপথ জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, সরুই মাদরাসা ঈদগাহ ময়দান, হারিখালি জামে মসজিদ, পৌর পার্ক জামে মসজিদে, দড়াটানা জামে মসজিদ, খানজাহান পল্লী জামে মসজিদে ৭টা ৪৫ মিনিটে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে খানজাহান আলী দরগাহ জামে মসজিদে সকাল ৮টায় শুরু হবে ঈদের জামাত।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।