ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বন্যা দুর্গতদের পাশে প্রবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
কুড়িগ্রামে বন্যা দুর্গতদের পাশে প্রবা ত্রাণসামগ্রী বিতরণ করছেন প্রবার সদস্যরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: প্রবাসে থেকেও জন্মভূমির প্রিয় দেশের মাটি ও মানুষদের ভোলেনি তারা।

কুড়িগ্রামের বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এসএসসি ’৯০ ব্যাচের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন (প্রবা)।

শনিবার (১০ আগস্ট) দুপুরে উলিপুর উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ চত্বরে ৪শ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা ও বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবাসহ ওষুধ দিয়েছে সংগঠনটি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আনীন, প্রবার মহাসচিব আসাদুল হক, পরিচালক সোহরাব মোল্লা, কামরুল হাসান জুয়েল, মাহফুজার রহমান বুলেট, রাজিয়া সুলতানা লাকী, শাহানুর আলম ও বিপ্লব সাহা।

ত্রাণ সহায়তা হিসেবে দেওয়া হয়- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, লবণ ১ প্যাকেট, সেমাই ১ প্যাকেট, তেল ১ লিটার, আলু ২ কেজি। এসময় উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।