শনিবার (১০ আগস্ট) দুপুরে এর উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
জেলা প্রশাসক দুর্গাসাগরকে পর্যটকদের আকর্ষণীয় করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নূরুল আলম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হালদার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস, দুর্গাসাগর নাজির মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন অতিথিরা।
দর্শনার্থীদের জন্য দু’টি প্যাডেল বোট সংযোজন ছাড়াও এখানে হরিণ, হাঁস, পাখিসহ নানান প্রাণীর বিচরণ ঘটানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এমএস/এএটি