ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদে অভ্যন্তরীণ প্লেন ভাড়া বৃদ্ধিতে টিআইবির তদন্ত দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
ঈদে অভ্যন্তরীণ প্লেন ভাড়া বৃদ্ধিতে টিআইবির তদন্ত দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ

ঢাকা: ঈদ ঘিরে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম বৃদ্ধির বিষয়টি সরকার থেকে তদন্তের জন্য আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে এই দাম বৃদ্ধিকে ভয়াবহ চাঁদাবাজি হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

শনিবার (১০ আগস্ট) টিআইবি একটি বিবৃতিতে এটা উল্লেখ করে।

এতে বলা হয়, গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঈদ সামনে রেখে দেশের অভ্যন্তরীণ প্লেন সংস্থাগুলো চাহিদার সুযোগ নিয়ে নিজেদের টিকিটের দাম তিন থেকে চার গুণ বাড়িয়েছে।

টিআইবি এতে হতবাক ও হতাশ। একে ‘ভয়াবহ চাঁদাবাজি’ আখ্যা দিয়ে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতা দাবি করেছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ঈদের ছুটিতে বাংলাদেশের কয়েকটি এয়ারলাইন্স ভ্রমণের উচ্চতর চাহিদার সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজি করছে- এমন নজিরবিহীন ঘটনার প্রতিবেদন গণমাধ্যমে দেখে আমরা গভীরভাবে হতবাক ও হতাশ হয়েছি।

তিনি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, বিশেষত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্মিলিতভাবে এই বিষয়টি যথাযথভাবে তদন্তের মাধ্যমে গ্রাহকদের এই হয়রানির জন্য দায়ীদের বিচারের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।