শনিবার (১০ আগস্ট) বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি সেমিনারে যোগ দিতে ৪-৫ দিন আগে ঢাকায় আসেন ভারতীয় ওই নারী চিকিৎসক। তিনি যে বাসায় উঠেছিলেন সেখানেই শনিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে তাকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।
নিহতের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি এসআই গৌতম।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
পিএম/জেডএস