শনিবার (১০ আগস্ট) বিকেল পর্যন্ত কোথাও তার সন্ধান মেলেনি।
জানা যায়, বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শাহাদাত লক্ষ্মীপুর শহরে যাওয়ার জন্য ঘর থেকে বের হন।
পরিবার সূত্রে জানা যায়, ওইদিন (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে বড় ভাই ইমামের কথা হয়। তখন শাহাদাত দালাল বাজার ছিলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
শাহাদাতের বড় ভাই ইমাম হোসেন বাংলানিউজকে বলেন, দুইদিন ধরে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, শাহাদাতের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময় : ২১৩৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসআর/এইচএডি