শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর লেলিহান শিখা আশ্রায়ণকেন্দ্রের এক এক করে ১০টি পরিবারের ২০টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, প্রথমে আশ্রায়ণকেন্দ্রের বাসিন্দা নমেজ আলীর ঘরে আগুন লাগে। পরে এটি পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
আরবি/