শুক্রবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-৪ এর একটি দল তাকে আটক করে বলে শনিবার (১০ আগস্ট) দিনগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার র্যাব-৪ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাবতলীর পশুর হাটে।
ইনজেকশনের মাধ্যমে মোটাতাজা করা গরু মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। গবাদিপশুকে ইনজেকশন দিলে মাংসে পানি জমে, কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট ও লিভার ঠিক মতো কাজ করে না। ফলে গরু হাফাতে থাকে এবং এক পর্যায়ে মারা যায়। গরু বিক্রেতাদের এভাবে ইনজেকশনের মাধ্যমে গরু মোটাতাজাকরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএমআই/আরকেআর/আরবি/