শনিবার (১০ আগস্ট) দিনগত সাড়ে ৮টার দিকে উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটার কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে। হাবিব ওই ইউনিয়নের আবদুর রউফের ছেলে।
হাবিবের মা জানায়, বিকেলে ঢাকা থেকে বাড়িতে আসে হাবিব। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মোসলেম মল্লিকের ছেলে ধলু ও তার সহযোগিরা তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে হত্যার চেষ্টা চালায়। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ভুপেন চন্দ্র মণ্ডল বাংলানিউজকে জানান, হাবিবের অবস্থা আশঙ্কাজনক। তাকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। গলায় মারাত্মক জখম হয়েছে। অনেকগুলো শিরা কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজামান বাংলানিউজকে জানান, ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
আরবি/