রোববার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, শনিবার (১১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে জমগড়ার কাঁঠালতলা এলাকায় অবস্থিত ওই সুতার কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, আশুলিয়ায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি সুতার গোডাউনে আগুনের লাগে। খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যায়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট, সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও মিরপুর থেকে ১টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট প্রায় সাড়ে সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে৷
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। সুতার গোডাউন হওয়ায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্তের সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
**আশুলিয়ায় সুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসএইচ