ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

হজ পালনের সময় ছাগলনাইয়ার সাংবাদিক স্বপনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
হজ পালনের সময় ছাগলনাইয়ার সাংবাদিক স্বপনের মৃত্যু

ফেনী: সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় ফেনীর ছাগলনাইয়ার সাংবাদিক জিয়া হায়দার স্বপন (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

বাংলাদেশ সময় শনিবার (১০ আগস্ট) দিনগত রাত ২টার দিকে তার মৃত্যু খবরটি জানান হাজিদের মোয়াল্লেম নুরুল হক।

সাংবাদিকের ছোট ভাই জাকের হায়দার সুমন জানান, আরাফাত ময়দান থেকে মুজদালিফা যাওয়ার পথে বাসের মধ্য হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিয়া হায়দার স্বপন।

জিয়া হায়দার স্বপন ছাগলনাইয়া থেকে প্রকাশিত মাসিক হায়দার পত্রিকার সম্পাদক এবং ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রসংসদের (স্বপন-খোকন পরিষদ-১৯৮৯) প্রথম ভিপি ছিলেন। তিনি পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মরহুম জহিরুল কাইয়ুমের বড় ছেলে। তার ৩ মেয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।