ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে বাসচাপায় স্ত্রীসহ সাংবাদিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
রায়গঞ্জে বাসচাপায় স্ত্রীসহ সাংবাদিক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় স্ত্রীসহ রফিকুল ইসলাম নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১১ আগস্ট) ভোরে রায়গঞ্জ-চান্দাইকোনা আঞ্চলিক সড়কের কামালের চক এলাকায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার পূর্বলক্ষ্মীকোলা বাজারের বাসিন্দা ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (৫০) এবং তার স্ত্রী মোরশেদা খাতুন (৪৫)।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বাংলানিউজকে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী স্কাইলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ কামালের চক এলাকায় মহাসড়কে একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুলের স্ত্রী মোরশেদা নিহত হয়।  গুরুতর আহত রফিকুল ও অপর একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রফিকুল ইসলাম মারা যান। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ বাসটি আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।