বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফসাল আহমেদ বাংলানিউজকে বলেন, পাঁচদিন আগে অনলাইনে সোহাগ পরিবহনের টিকিট কেটেছিলাম। এখন পরিবারের সঙ্গে ঈদ করতে সাড়ে ১০টায় বাস টার্মিনালে এসেছি।
সার্বিক সুরভী পরিবহনের টিকিট মাস্টার মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, এবার ছুটি বেশি হওয়ায় সবাই আগেভাগেই ঘরমুখো মানুষ ঢাকা ছেড়েছে। শনিবার (১০ আগস্ট) ফেরিঘাটে প্রচণ্ড গাড়ির চাপ ছিল। তাই ফিরতি বাসগুলো টার্মিনালে আসতে ১২ থেকে ১৩ ঘণ্টা সময় লেগেছে। তাই অনেকে আবার ভেঙে ভেঙেও বাড়ি গেছে। এ কারণেই আজকে যাত্রী তুলনামূলক কম।
সোহাগ পরিবহনের টিকিট মাস্টার আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবারের চেয়ে আজকের টিকিট তুলনামূলক কম বিক্রি হচ্ছে। কাউন্টারে যাত্রীদের চাপ কম। অগ্রিম টিকিট ২৬ জুলাই ছাড়া হয়েছিল। তখন বেশিরভাগ যাত্রীই টিকিট কেটেছিল। এ কারণেই যাত্রীর চাপ কম। ঈদের দিন দুপুরে অনেক যাত্রী বাড়ি যেতে পারে। তখন একটু যাত্রীর চাপ বাড়বে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএমআই/এএটি