ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কখনও ভাবিনি দালানে থাকবো: আল্লাদী রানী

এস এস শোহান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
কখনও ভাবিনি দালানে থাকবো: আল্লাদী রানী

বাগেরহাট: ‘কাঠ-মাটির ঘরে থাকতাম। ঠিকমত ঘুমাতে পারতাম না। বৃষ্টি হলে, শরীরে পানি পড়ত। খুব কষ্ট হত। কখনও ভাবতে পারিনি দালানে থাকব! টিএনও (ইউএনও) স্যার দালান করে দিছেন। এখন সেখানে একটু শান্তিতে থাকতে পারব। যারা আমাকে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তোমাদেরও ঠাকুর শান্তিতে রাখবে’।

এই বলে চুপ করে ছিলেন আল্লাদী রানী পাল। পাশে থাকা আল্লাদীর মেয়ে রাধা রানীর চোখ বেয়ে পানি পড়ছিল, মনে হচ্ছিল এ যেন আনন্দ অশ্রু।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল্লুর রহমানের অর্থায়নে নির্মিত নিজের ভবনে (একতলা বিশিষ্ট দালান) বসে রোববার (১১ আগস্ট) সকালে এসব কথা বলছিলেন সদর উপজেলার পালপাড়া গ্রামের অসহায় আল্লাদী রানী পাল।

আল্লাদী ঘর উদ্বোধন করছেন বাগেরহাট সদরের ইউএনওএর আগে ইউএনও তানজিল্লুর রহমান ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে আল্লাদী রানীর ঘর উদ্বোধন করেন। এসময় বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শমসের আলী, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আল্লাদীর মেয়ে রাধা রানী বলেন, আমাদের ঘরের অবস্থা খুব খারাপ ছিল। বৃদ্ধ মাকে নিয়ে থাকতে খুব কষ্ট হত। রোদ, ঝড়, বৃষ্টিতে মাঝে মাঝেই মা অসুস্থ্য হয়ে যেত। ইউএনও সাহেব আমাদের একটি ঘর করে দিয়েছেন। এখন এখানে শান্তিতে থাকতে পারবো। এছাড়াও আর্থিক সহযোগিতাও করেছেন, যা দিয়ে মাটির টালি তৈরির জন্য একটি ঘরও তৈরি করেছি।

আল্লাদীর জন্য তৈরি করা ঘরপ্রতিবেশী উজ্জল পাল বলেন, চোখের সামনে দেখেছি আল্লাদী অনেক কষ্ট করে বসবাস করত। ইউএনও সাহেব তাকে একটি দালান করে দিয়েছেন। তা দেখে আমদের ভালো লাগছে।

এর আগে ৮ মে বাংলানিউজে ‘নব্বইয়েও থেমে নেই আল্লাদীর জীবনযুদ্ধ’ এ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে সদর ইউএনও তানজিল্লুর রহমান আল্লাদীর দায়িত্ব নেন। পরে ৯ মে তানজিল্লুর রহমান আল্লাদীর বাড়িতে যান, বয়স্ক ভাতার কার্ডসহ নগদ অর্থ প্রদান করেন। তখন আল্লাদীকে একটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।