ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু

ময়মনসিংহ: ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) বেলা ১১টায় মমেক হাসপাতালে তার মৃত্যু হয়। ফরহাদ কিশোরগঞ্জের ইটনা ডিগ্রি কলেজের ছাত্র।

হাসপাতালের উপ-পরিচালক ডা. এ বি মো. শামসুজ্জামান সেলিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ডেঙ্গু নিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি থাকার পর আশঙ্কাজনক অবস্থায় ফরহাদকে শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ভর্তি হয়।  

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চিকিৎসাধীন আছেন মোট ২০১ জন রোগী।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।