ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শিমুলিয়ায় গাড়ির অপেক্ষায় ফেরি, লঞ্চ-সিবোটে চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
শিমুলিয়ায় গাড়ির অপেক্ষায় ফেরি, লঞ্চ-সিবোটে চাপ ফেরিতে উঠছে ট্রাক

মুন্সিগঞ্জ: ঈদ উপলক্ষে দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রীদের চাপ স্বাভাবিক রয়েছে। বর্তমানে লঞ্চ, সিবোট ঘাটে যাত্রীদের চাপ বেশি এবং ফেরিগুলো গাড়ির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

রোববার (১১ আগস্ট) দুপুর ২টায় ঘাট এলাকায় ৭০টির মতো পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন।

তিনি বাংলানিউজকে জানান, বর্তমানে ঘাট এলাকায় যাত্রীবাহী গাড়ি পারের অপেক্ষায় নেই।

বাস ও প্রাইভেটকার নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরিতে উঠতে পারছে। সকালে কিছুটা চাপ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক থাকার কারণে বর্তমানে ঘাট পরিস্থিতি ভালো আছে।  

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পারের অপেক্ষায় গাড়ি নেই। যেসব গাড়ি আছে নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাভাবিকভাবে ফেরিতে উঠছে। এ নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে এবং পদ্মায় ফেরি চলাচলের জন উপযোগী আবহাওয়া আছে বলে জানান তিনি।  

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল থেকেই বাড়তি চাপ ছিল লঞ্চ ও সিবোটে। বর্তমানে ৮৮টি লঞ্চ চলাচল করছে নৌরুটে। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি ছাড়াই পদ্মা পাড়ি দিচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ কিছুটা কম বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।