রোববার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে যাত্রীবাহী পরিবহনের কিছুটা দীর্ঘ সারির এমন চিত্র দেখা যায় পাটুরিয়া ঘাটে।
ফেরি পারাপারের ছোট গাড়ি পাঁচ নম্বর ঘাট দিয়ে সরাসরি পার হচ্ছে এবং যাত্রীবাহী পরিবহনকে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পাটুরিয়া ঘাট এলাকাতে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার এজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে পাটুরিয়া ঘাটে যানবাহনের কোনো চাপ ছিল না, তবে দুুপুরের পর থেকে পাটুরিয়া ঘাটের দিকে যাত্রীবাহী পরিবহনের কিছুটা চাপ বেড়েছে, ছোট গাড়ি পাঁচ নম্বর ঘাট দিয়ে সরাসরি পার হচ্ছে এবং বাকি ঘাট দিয়ে যাত্রীবাহী পরিবহন পার হচ্ছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এএটি