ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী ঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ২ যানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
কাঁঠালবাড়ী ঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ২ যানে জরিমানা অভিযানে জরিমানা আদায় করা হয়

মাদারীপুর: অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে একটি মাইক্রোবাস কাউন্টারকে পাঁচ হাজার টাকা ও ন্যাশনাল পরিবহনের একটি বাসকে দুই হাজারসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এ অর্থ দণ্ডাদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে জেলা-উপজেলা প্রশাসনের একটি টিম কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শন করেন।

এ সময় বাস ও মাইক্রোবাস কাউন্টারে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। পরে অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক দণ্ড করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) আসাদুজ্জামান বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে একটি বাস ও মাইক্রোবাসকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঘাট এলাকায় আমাদের কঠোর নজরদারি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।