রোববার (১১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এ অর্থ দণ্ডাদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে জেলা-উপজেলা প্রশাসনের একটি টিম কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শন করেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) আসাদুজ্জামান বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে একটি বাস ও মাইক্রোবাসকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঘাট এলাকায় আমাদের কঠোর নজরদারি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
জেডএস