ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
বরগুনায় ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।

বরগুনা: ঈদুল আজহা উদযাপন করছে বরগুনার ১০ গ্রামের প্রায় আড়াই হাজার মানুষ।

রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে আটটায় বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মো. রমজান আলী।

জেলার পৌর শহরের আমতলা, সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেন।

অনেক বছর ধরে বরগুনায় হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একইদিনে ঈদ উদযাপন করেন। বরগুনার ১০ গ্রাম ছাড়াও বিভিন্নস্থনে উদযাপন করছে ধর্মপ্রাণ মুসলমানরা।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।