মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ ঘাটে লঞ্চ ভেড়ানোর সময় পন্টুনে ধাক্কা লেগে এক কিশোর শ্রমিক (১৭) নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।
রোববার (১১ আগস্ট) সকালে সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সফিউল ইসলাম বাংলানিউজকে বলেন, চাঁদপুরগামী বোগদাদীয়া-৯ লঞ্চ থেকে পড়ে ওই কিশোর নিখোঁজ রয়েছে।
সে ওই লঞ্চেরই শ্রমিক। তবে নিখোঁজের নাম-পরিচয় কেউ বলতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা নদীতে এখনো খোঁজ করছেন। লঞ্চটি ঘাট ছেড়ে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সালাম বাংলানিউজকে জানান, বোগদাদীয় লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে নিখোঁজের পরিচয় অনুসন্ধানে যোগাযোগের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।