ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শেষ মুহূর্তে লক্ষ্মীপুরে ছাগলের হাটে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
শেষ মুহূর্তে লক্ষ্মীপুরে ছাগলের হাটে ভিড় লক্ষ্মীপুরে ছাগলের হাট। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: রাত পোহালেই ঈদুল আজহা। তাই পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এজন্য কোরবানির পশু কিনতে হাটে ছুটছেন ক্রেতারা। এককভাবে কোরবানি দিতে ছাগলই ভরসা। তাই ছাগলের হাটে বাড়ছে ক্রেতার সংখ্যা।

রোববার (১১ আগস্ট) লক্ষ্মীপুরের প্রধান পশুর হাটে ছিল উপচে ভিড়। ঈদের আগে এটাই শেষ হাট।

যে কারণে ক্রেতা-বিক্রেতায় ভরে গেছে হাট। বেচা-বিক্রিও হচ্ছে বেশ।  

সকাল ৭টা থেকেই বাজারে পশু আসতে শুরু হয়। ১০টার দিকে গরু-ছাগলে ভরে যায় লক্ষ্মীপুরের প্রধান পশুর হাট। যারাই পশু কিনতে আসছেন কেউই খালি হাতে ফিরছে না। পশু নিয়ে বাড়ি যাচ্ছেন সবাই। মধ্যরাত পর্যন্ত এ হাটের বেচা কেনা।

হাট ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তে গরুর চেয়ে ছাগল বিক্রি বেশি। দাম কিছুটা বেশি হলেও কারও কোনো আপত্তি নেই। সাত হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাগল বিক্রি হয়েছে এ হাটে।  

ক্রেতারা বলেছেন, আল্লার সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিচ্ছেন, দাম কিছুটা বেশি হলেও আক্ষেপ নেই।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।