রোববার (১১ আগস্ট) লক্ষ্মীপুরের প্রধান পশুর হাটে ছিল উপচে ভিড়। ঈদের আগে এটাই শেষ হাট।
সকাল ৭টা থেকেই বাজারে পশু আসতে শুরু হয়। ১০টার দিকে গরু-ছাগলে ভরে যায় লক্ষ্মীপুরের প্রধান পশুর হাট। যারাই পশু কিনতে আসছেন কেউই খালি হাতে ফিরছে না। পশু নিয়ে বাড়ি যাচ্ছেন সবাই। মধ্যরাত পর্যন্ত এ হাটের বেচা কেনা।
হাট ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তে গরুর চেয়ে ছাগল বিক্রি বেশি। দাম কিছুটা বেশি হলেও কারও কোনো আপত্তি নেই। সাত হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাগল বিক্রি হয়েছে এ হাটে।
ক্রেতারা বলেছেন, আল্লার সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিচ্ছেন, দাম কিছুটা বেশি হলেও আক্ষেপ নেই।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসআর/আরআইএস/