রোববার (১১ আগস্ট) সকালে এলাকার মায়ের আঁচল নামে ভলকানাইজিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রায়হান লক্ষ্মীপুরের শাজাহান আলীর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ওই কারখানায় একটি ট্রাকের নিচে শুয়ে মেরামতের কাজ করছিল রায়হান। এসময় ট্রাকচালক অসাবধানতা বশত তাকে না দেখেই ট্রাকটি চালু করে টান দেন। এতে ট্রাকচাপায় গুরুতর জখম হয় রায়হান। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসআরএস