রোববার (১১ আগস্ট) বিকেল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও হাটিকুমরুল গোলচত্বর থেকে পাবনা, রাজশাহী বগুড়া মহাসড়ক ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে।
>>আরও পড়ুন...সিরাজগঞ্জ মহাসড়কে এখনও ধীরগতি, যানজট
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, বিকেল থেকে এ মহাসড়কের যানবাহনের চাপ কমতে শুরু করেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে বলেন, যানজট ও ধীরগতি এখন কোনোটাই নেই। তবে চাপ কমলেও এখনো প্রচুর পরিমাণ গাড়ি আসছে। মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ তাদের দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এনটি