বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে এরই মধ্যে ঈদগাহের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠজুড়ে টাঙানো হয়েছে সামিয়ানা।
ঈদ জামাতের প্রস্তুতি দেখতে মিজান ময়দানে পরিদর্শন করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো.ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরুন্নবী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, মেয়র হাজী আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা।
মিজান ময়দান ছাড়াও ফেনী জেলা-উপজেলায় প্রায় ছয়শ’ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের তথ্যানুযায়ী-মিজান ময়দানে সকাল ৮ টায়, জহিরিয়া মসজিদে সকাল সাড়ে ৭ টায়, ফেনী বড় মসজিদে সকাল পৌনে ৮টায়, সার্কিট হাউজ মসজিদে ৮টায়, স্টেশন মসজিদ ও জিএ একাডেমি হাইস্কুল মাঠে সোয়া ৮ টায় ও ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত হবে।
মিজান ময়দান কমিটির তথ্যানুযায়ী, ঈদ জামাতের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও ফেনী পৌরসভা। নিরাপত্তার দিক বিবেচনা করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে ঈদ জামাতের নিরাপত্তা দেখভাল করবেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও কনস্টেবলসহ ৫০ জন পুলিশ।
ফেনীর এসপি খোন্দকার নূরুন্নবী বাংলানিউজকে জানান, ঈদুল আজহা উপলক্ষে মিজান ময়দানসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ৩৫টি স্পটে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। পুলিশের পাশাপাশি সিআইডি, এসবি ও ডিবি পুলিশও মাঠে থাকবে। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে ১০টি মোবাইল টিমও দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসএইচডি/ওএইচ/