ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাবেয়া-রোকেয়াকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
রাবেয়া-রোকেয়াকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী  রাবেয়া-রোকেয়াকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী 

ঢাকা: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জোড়া মাথার যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে রোববার (১১ আগস্ট) দুপুরে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপারেশনের পর তাদের দু’জনের মাথা আলাদা করা হয়েছে। প্রধানমন্ত্রী এসময় দুই শিশুর চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় ৷ 

এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসার পর সিএমএইচে চূড়ান্ত অপারেশনের মাধ্যমে যুক্ত মাথা আলাদা হয়েছে। পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাবেয়া-রোকেয়ার বাড়ি পাবনার চাটমোহরে। তাদের বয়স সাড়ে তিন বছর। রাবেয়া-রোকেয়াকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী এরপর প্রধানমন্ত্রী ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি। এসময় সেখানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অন্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তৌফীক নাওয়াজকে দেখতে যান। এসময় তিনি চিকিৎসার খোঁজ-খবর নেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।