লিফলেট বিতরণ করছেন ডিআইজি শফিকুল ইসলাম, ছবি: বাংলানিউজ
ঝালকাঠি: ঈদুল আজহাকে সামনে রেখে ঝালকাঠির বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম।
রোববার (১১ আগস্ট) বিকেলে তিনি ঝালকাঠি শহরের গুরুধাম ও নলছিটির ভৈরবপাশা এলাকার কোরবানির পশুর হাট পরিদর্শন করেন।
পরিদর্শনে ডিআইজি শফিকুল ইসলাম কোরবানির পশুর হাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত সবার মধ্যে লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।
এরআগে তিনি পটুয়াখালী জেলার বিভিন্ন পশুর হাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।