ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে ঘুড়ি ওড়াতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
সিলেটে ঘুড়ি ওড়াতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিলেট: সিলেটে ঘুড়ি ওড়াতে গিয়ে ভবন থেকে পড়ে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) জুবায়ের আহমদের মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরের চারাদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।  

জুবায়ের নগর গোয়েন্দা সংস্থার সহকারী কমিশনারের দায়িত্বে কর্মরত ছিলেন।

তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বাংলানিউজকে বলেন, এসি জুবায়ের আহমদ নগরের চারাদিঘীর পাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ওই বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে তিনি নিচে পড়ে যান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।