রোববার (১১ আগস্ট) বিকেলে হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
এসময় দ্রুত বিভিন্ন ওয়ার্ডগুলোতে কৃত্রিম বাতাসের ব্যবস্থা, পরিচ্ছন্নতা, চিকিৎসক ও নার্সদের দায়িত্বপালনে আরও গতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে, গত সপ্তাহে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি, রোগীদের সার্বিক খোঁজখবর নেন।
এসময় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সিভিল সার্জস ডা. মনোয়ার হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হাবিবুর রহমান খান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনসহ চিকিৎসক ও নার্স নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএস/একে